নয়াদিল্লি: অশান্ত মণিপুর। পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই আবহে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) মণিপুরের পরিস্থিতি নিয়ে হস্তক্ষেপের আবেদনে জানিয়ে রাষ্ট্রপতি মুর্মুর (Droupadi Murmu) কাছে চিঠি দিলেন। চিঠিতে মণিপুর সরকার সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের ব্যর্থতার কথা তুলে ধরেছেন খাড়গে।
আরও পড়ুন:জুকারবার্গের মেটাকে বিপুল জরিমানা ভারতীয় কমিশনের
মঙ্গলবার ওই চিঠিতে কংগ্রেস প্রধান বলেছেন, বিগত ১৮ মাস ধরে মণিপুরের অবস্থা ক্রমশ শোচনীয় অবস্থায় পৌঁছে গেছে। সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। বেড়েছে ব্যাপক সহিংসতা, মানুষ ভিটে মাটি সব ছেড়ে দিয়ে চলে গেছে, আইন শৃঙ্খলা নেই। খাড়গে লিখেছেন, মণিপুরের মানুষের প্রতি বিশ্বাস হারিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের জীবন, সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
খাড়গে তাঁর চিঠিতে বলেছেন, মণিপুরে আইন-শৃঙ্খলার অবনতির কারণে প্রায় এক লক্ষ মানুষ বাস্তুহারা, তাঁরা ত্রাণ শিবিরে গিয়ে থাকতে বাধ্য হচ্ছে।
রাষ্ট্রপতিকে উল্লেখ করে চিঠিতে খাড়গে লিখেছেন, মাননীয় মহাশয়া আমি মনে করি যে এটি আপনার পক্ষে সাংবিধানিকভাবে অপরিহার্য হয়ে উঠেছে। আমি মনে করি যে ভারতের প্রজাতন্ত্রের একজন রাষ্ট্রপতি হয়ে সংবিধানকে রক্ষা সাংবিধানিক স্বত্বকে সমুন্নত রাখা মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা। মণিপুরবাসী আমাদের নাগরিক, সংবিধানে বর্ণিত। আমি আশাবাদি যে, আপনার হস্তক্ষেপের ফলে মণিপুরে আবার শান্তি ফিরে আসবে। মণিপুরবাসী আবার ঘরে শান্তিতে নিরাপদে বাস করতে পারবে।
দেখুন অন্য খবর: