জলপাইগুড়ি: অবশেষে ৯ শতাংশ হারে বোনাস নিতে রাজি হলেন জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের (Meteli Block) কিলকোট ও নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা (Labour)। তবে বেশকিছু শর্তও দেওয়া হয় বাগান কর্তৃপক্ষকে। চলতি মাসের ৯ তারিখে পাক্ষিক মজুরি পুজোর আগে দেওয়া সহ বোনাসের টাকা নগদে দেওয়ারও শর্ত দেওয়া হয় এদিন। আজ সকালে এই দুই চা বাগানে গেট মিটিংয়ের পর শ্রমিকরা এমনটাই শর্ত দেন বাগান কর্তৃপক্ষকে।
উল্লেখ্য, এই দুই চা বাগানে ১৬ শতাংশ হারে বোনাসের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। বাগান কর্তৃপক্ষ ৯ শতাংশ বোনাস দিতে রাজি হয়। এরপর দুই চা বাগানের শ্রমিকরা হেঁটে চালসার বিডিও অফিসে এসে বিক্ষোভও প্রদর্শন করেন। মঙ্গলবার জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসকের দফতরে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক হলেও তা ভেস্তে যায়। বুধবার সকালে বাগানের ফ্যাক্টরির গেটের সামনে ফের গেট মিটিংয়ে শামিল হয় শ্রমিকরা। গেট মিটিংয়ের পর বাগান ম্যানেজারকে গিয়ে দাবির কথাও জানানো হয়। পরে শ্রমিকরা ফের কাজে যোগদান করেন।
আরও পড়ুন: সুপ্রিম নির্দেশকে উপেক্ষা করেই ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা
আরও খবর দেখুন