কলকাতা: জেনে নেওয়া যাক ২০২৪ সালে কবে, কখন দুর্গাপুজো (Durga Puja)? এবছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলায় বা পাল্কিতে। শাস্ত্র মতে দোলায় বা পাল্কিতে গমন বা আগমন হলে সৃষ্টিতে হয় ভয়ঙ্কর মহামারী। যাতে বিপুল সংখ্যক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এবার জেনে নিই দেবীর গমন কীসে হবে? বিজয়া দশমী রবিবার পড়ায় দেবী দুর্গা ফিরে যাবেন গজে বা হস্তিতে। গজ হল দেবীর সর্বোৎকৃষ্ট বাহন। দেবীর গমন বা আগমন গজে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ, শান্তিতে। ধরা শস্যপূর্ণ হওয়ার লক্ষণও পাওয়া যায়। তাই এবছর আশা করা যায় খুব ভালো ফসল উৎপন্ন হবে।
বুধবার ২ অক্টোবর শুভ মহালয়া। মহাষষ্ঠী ৯ অক্টোবর বুধবার। ষষ্ঠী তিথি থাকবে ৯ অক্টোবর সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। ষষ্ঠী পুজো শুরু সকাল ৬টা থেকে। অঞ্জলির সময় সকাল ৭টায়। সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। ১০ অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী। সপ্তমী তিথি থাকবে ১০ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত। সপ্তমী পুজো সকাল ৬টা থেকে শুরু। নবপত্রিকার প্রবেশ সকাল ৬টা ৩০ মিনিটে। সপ্তমী পুজোর অঞ্জলির সময় সকাল ১০টায়। সন্ধ্যা আরতি সন্ধ্যা ৬টায়। মহাষ্টমী ১১ অক্টোবর শুক্রবার। মহাষ্টমীর তিথি থাকবে ১১ অক্টোবর সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। অষ্টমী পুজো শুরু ভোর ৩টে থেকে। সন্ধিপুজো শুরু সকাল ৬টা ২৪ মিনিট থেকে। সন্ধিপুজো শেষ সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত। বলিদান সকাল ৬টা ৪৮ মিনিটে। অষ্টমীর অঞ্জলির সময় সকাল ৭টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত। অষ্টমী ও নবমীর পুষ্পাঞ্জলি একই দিনে পড়ছে। মহানবমী ও দশমী একই দিনে পড়েছে। তা হল ১২ অক্টোবর শনিবার। মহানবমীর পুজো শুরু ১১ অক্টোবর সকাল ১১টা থেকে। নবমীর অঞ্জলির সময় দুপুর ১টায়। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা ৬টায়। নবমী তিথি শেষ ১২ অক্টোবর সকাল ৫টা ৪৪ মিনিটের মধ্যে। দশমী পুজো শুরু ১২ অক্টোবর সকাল ৬টা থেকে। দশমী পুজো সমাপ্ত ও দেবীর গমন সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে।
আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
আরও খবর দেখুন