নয়াদিল্লি: বিজেপির পরবর্তী সভাপতি কি উত্তরপ্রদেশের (Uttarpradesh) উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya)? দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে তাঁর বৈঠক ঘিরে এই জল্পনা বেড়েছে। তিনি একাই দিল্লি পৌঁছেছেন। তাঁর এই দিল্লিযাত্রায় লখনউ থেকে দিল্লি সর্বত্র চর্চা শুরু হয়েছে। গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের পর তাঁর বিতর্কিত মন্তব্যে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একটি অনুষ্ঠানে তিনি বলেন, সংগঠন সরকারের থেকে বড়। সংগঠনের থেকে বড় কেউ নয়। এরপর এক্স হ্যান্ডলে লিখেছেন দলীয় কর্মীরাই আমার গৌরব, তাঁরাই আমার অভিমান। উত্তরপ্রদেশের এমএলসি দেবেন্দ্রপ্রতাপ সিংহ কেশবপ্রসাদ মৌর্যের বক্তব্যকে সমর্থন করেছেন। যদিও উত্তরপ্রদেশের মন্ত্রী অনিল রাজভর বোঝাতে চান সব ঠিক চলছে। তিনি বলেন, কার্যসমিতির বৈঠকে সবাই নিজের মতো করে বক্তব্য পেশ করেন।
২০১৯ সালে বিজেপি উত্তরপ্রদেশে ৬২টি আসন পেয়েছিল লোকসভায়। এবছর সেই সংখ্যা কমে হয়েছে ৩৩টি। যার জন্য দেশে বিজেপির আসন সংখ্যা ৩০৩ থেকে নেমে ২৪০ হয়েছে। বিজেপির এই খারাপ ফল নিয়ে গত রবিবার উত্তরপ্রদেশের রাজ্য কমিটির বৈঠকে চর্চা হয়েছে। হারের দায় কার তা নিয়ে নানা চর্চা চলছে। মৌর্যের সঙ্গে যোগী আদিত্যনাথের মত বিরোধ সুবিদিত। এমনকী একাধিক ক্যাবিনেট বৈঠকেও যোগ দেননি মৌর্য। তার মধ্যে তাঁর সংগঠন সরকারের থেকে বড় মন্তব্য জল্পনা বাড়িয়েছে। এর আগে মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ছিলেন তিনি। ফলে মনে করা হচ্ছে এই প্রেক্ষিতে তাঁকে সাংগঠনিক কোনও বড় পদ বিজেপি থেকে দেওয়া হতে পারে। সেই হিসেবে পরবর্তী বিজেপি সভাপতি হিসেবে তাঁর নাম উঠে আসছে।
আরও পড়ুন: চুরির অপবাদে পরিচারিকার চুল কাটল ব্যবসায়ী পরিবার
আরও খবর দেখুন