কলকাতা: শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রথম কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির দিনই বাংলাদেশে (Bangladesh) মুহাম্মদ ইউনুসের (Md Yunus) অন্তর্বর্তী সরকার পরিচালনায় সদস্য সংখ্যা বাড়ল। ইউনূসের উপদেষ্টা পরিষদের আকার আরেক দফায় বাড়ল। সরকার গঠনের প্রায় তিন মাসের মাথায় নতুন সদস্য হিসেবে যোগ দিলেন তিনজন। তাঁরা হলেন- শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মো. মাহফুজ আলম।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং পরে সম্প্রসারণ করে আরও চারজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। নতুন তিনজনকে নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হল ২৪ জন।
আরও পড়ুন: হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনুস সরকার! এবার কী হবে?
দেখুন অন্য খবর: