কলকাতা: আর মাত্র কয়েকটা দিন তারপরই স্বপরিবারে মর্তে আসবেন উমা। প্রতি বছর পুজোর আগে মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী (Mahisasuramardini) অনুষ্ঠান হয়। অনেক দর্শকই এখনও টেলিভিশনে ‘মহালয়া’ দেখার জন্য মুখিয়ে থাকেন। মহিষাসুর মর্দিনী রূপে দেখা যায় টলিপাড়ার নায়িকাদের। এবার দুই বহুল প্রচারিত চ্যানেল প্রকাশ করল মহালয়ার টিজার। কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন নজর থাকে সেই দিকেও। এবার কোথায় কে দুর্গা হচ্ছে, তা প্রকাশ্যে আনল দুটি চ্যানেল। বড়পর্দার দুই নায়িকাকে দুর্গা রূপে দেখা যাবে। দুর্গা হিসেবে দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mallick)। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। তিনি ছাড়াও দেখা যাবে সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকার (Madhumita Sarkar)। অনুষ্ঠানের নাম ‘রণং দেহী’। সন্দীপ্তা আর মধুমিতাকে দেখা গিয়েছে একেবারে অন্য লুকে। মনে করা হচ্ছে মা-দুর্গার আরও দুই রূপে দেখা যাবে সন্দীপ্তা আর মধুমিতাকে।
অন্য খবর দেখুন