skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollপুজো নিয়ে বড় সিদ্ধান্ত, মন ভালো নেই কোয়েলের
Koel Mallick

পুজো নিয়ে বড় সিদ্ধান্ত, মন ভালো নেই কোয়েলের

১০০ বছরে পা মল্লিক বাড়ির পুজোর

Follow Us :

কলকাতা: শহরের অভিজাত পরিবারের পুজোগুলোর মধ্যে মল্লিকবাড়ির পুজো নিঃসন্দেহে অন্যতম। স্বাভাবিকভাবেই ভবানীপুরের এই মল্লিক বাড়ির পুজোয় নজর থাকে সবার। চলতি বছরে মল্লিক বাড়ির পুজো (Mallick Barir Pujo) পা দিচ্ছে ১০০ বছরে। ফলে বাড়তি উদ্দীপনা তো ছিলই। কিন্ত  শহরের বর্তমান পরিস্থিতিতে মন ভালো নেই অভিনেত্রীর। বাড়ির পুজো নিয়ে কী বললেন কোয়েলে (Koel Mallick)। 

 গত ৯ অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শহর। অন্যবার পুজোর আগে যেখানে শহর সেজে ওঠে নতুন করে সেখানে এবার সব কিছুই জৌলুস হীন। কলকাতা থেকে গ্রাম বাংলা  সর্বত্রই শুরু হয়েছে আয়োজন। এর মধ্যে প্রতিবাদ গর্জে উঠেছেি লোত্তমা। মিছিলের স্লোগানে মুখরিত কলকাতা। এই পরিস্থিতিতে বাড়ির পুজো নিয়ে মুখ খুলেছেন কোয়েল। প্রতি বছর ধুমধাম করে মায়ের পুজো হয় মল্লিক বাড়িতে। পুজোর চারটে দিন তখন নায়িকা কোয়েল তখন শুধুই বাড়ির মেয়ে। আরজি কর আবহে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন।

আরও পড়ুন: ‘জ্যোতি বসুর পর মমতা বন্দ্যোপাধ্যায়…’ বললেন জিতু

কোয়েল বললেন, “মল্লিক বাড়ির পুজো তো এবার ১০০ বছরের। মন থেকে সেই আনন্দ আসছে বা। তবে, পুজো হবে। ১০০ বছর বারবার আসবে না। আমাদের অনেক আত্মীয়রা পৃথিবীর নানা জায়গায় থাকেন। তাঁরা আসবেন। কিন্তু আমাদের শহরের যা পরিস্থিতি তাই আনন্দটা অনেকটাই ফিকে। এবারে নিজেদের পুজোটা প্রাইভেট রাখারই চেষ্টা করছি আমরা। শুধু পরিবারের সকলের মধ্যে থাকবে।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular