কলকাতা: স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিও শুরু হয়েছে। কিন্তু এখনও দুদেশের মধ্যে বন্ধ মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২৯ জুলাইও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। কবে আবার এই ট্রেন চালু করা হবে সে বিষয় অবশ্য কিছু জানানো হয়নি।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা থেকে রওনা হওয়ার কথা ছিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের। সেই ট্রেন বাতিল করা হয়েছে। যে সব যাত্রীরা ওই ট্রেনে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন তাঁরা টাকা ফেরত পাবেন। তবে টিকিটের দাম ফেরতের জন্য কলকাতার বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। কিন্তু কোনও যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না।
আরও পড়ুন: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের
সংরক্ষণ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। গত ১৯ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেস পুরোপুরি বন্ধ। ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়। তবে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরছে পরশি দেশ। তবে ভারত-বাংলাদেশ কবে মৈত্রী এক্সপ্রেস চলবে তা এখনও ঠিক নেই।
দেখুন আরও অন্যান্য খবর: