কলকাতা: নিটের প্রশ্ন ফাঁস-কাণ্ডে ( NEET Question Leak Case) এবার বাংলা-যোগের সন্ধান মিলল। পাটনা পুলিশ উত্তর ২৪ পরগনার কৌশিক কর নামে গঙ্গানগরের একটি ছাপাখানার মালিককে গ্রেফতার করেছে। পাটনা পুলিশ সূত্রের খবর, গঙ্গানগরের যশোর রোডের ওই ছাপাখানা থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার প্রশ্নপত্র ছাপা হয়। নিটের প্রশ্নও এখান থেকেই ছাপা হয়েছিল বলে পাটনা পুলিশের দাবি।
আরও পড়ুন: বিধাননগরে নির্মাণ আইনত কম বেআইনি বেশি, বিস্ফোরক সব্যসাচী
শুক্রবার সকাল থেকে কৌশিকের ওই ছাপাখানা তালাবন্ধ। পুলিশ সেখানে ছাপাখানার কর্মীদেরও ঢুকতে দিচ্ছে না। কৌশিককে জেরা করেই উত্তর ২৪ পরগনার সঞ্জয় দাস এবং কলকাতার সুমন দাস নামে আরও দুজনের খোঁজ পেয়েছে পাটনা পুলিশ। তারা জানায়, কৌশিকের কলকাতাভিত্তিক সংস্থা ক্যালটেক্স মাল্টিভেঞ্চার প্রাইভেট লিমিটেডকে বিহারের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপার বরাত দেওয়া হয়েছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এটি একটি শেল ফার্ম। এর কোনও কর্মচারী নেই। ২০১৯ সালে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হয়েছিল। কৌশিকের সংস্থা তাতেও জড়িত ছিল।
অন্য খবর দেখুন