বাংলার সিনেমাপ্রেমীদের উৎসবের মরসুম। ডিসেম্বরের সপ্তাহভর এই উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকেন তারা। শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব (Kiff 2024)। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ৩০ তম বছর। শহরজুড়ে সিনেমার পোস্টার-হোর্ডিং-এ ছয়লাপ। পুরোদমে চলছে প্রস্তুতি।
এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পা দিল ত্রিশ বছরে। তিন দশকে রাজনৈতিক পালা বদলেছে। পাশাপাশি, কলকাতার চিরাচরিত সংস্কৃতির বিবর্তন ঘটেছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানে দেশ বিদেশের নানান ছবি, ডকুমেন্টারি, শর্টফিল্মের মধ্যেই সীমাবদ্ধ? আসলে তার বাইরেও অনেক কিছু।
বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা, গান, হইহই, বিতর্ক, গল্প। ফেস্টিভ্যালের আবহে বছরের এই কটা দিন নন্দন রবীন্দ্রসদন চত্বরে চলে আট থেকে আশি বছর বয়সীদের অবাধ বিচরণ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত ফেস্টিভ্যাল চলবে আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার প্রায়
২৩ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ বিদেশের নানান ছবি। নন্দন, রবীন্দ্রসদন, নজুরুল তীর্থের মতো সরকারি হলগুলির পাশাপাশি, শহরের একাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হবে সিনেমা।