কলকাতা: দক্ষিণবঙ্গে অস্বস্তি এখনই কাটছে না। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গত কয়েক দিন ধরেই গরমে (Heat) নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। এমনটাই আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় হাল্কা বৃষ্টি হয়েছে কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। আজ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বাদ দিয়ে সব জেলাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও তাপপ্রবাহ হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Rain) হতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। কলকাতায় শনিবার বৃষ্টির সম্ভাবনা। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
গতকালই দু থেকে তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার রাতে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেই মোতাবেক বুধবার বৃষ্টি হয়। এখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন: ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল
আরও খবর দেখুন