কলকাতা: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আসন্ন মেগা নিলামে নিজেদের স্কোয়াড তৈরির কাজ শুরু করে দিয়েছে। কোনো চ্যাম্পিয়ন দলই সাধারণত নিজেদের মূল স্কোয়াড আমূল পরিবর্তন করতে চায় না। তবে মেগা নিলামের নিয়ম অনুযায়ী অনেক ক্রিকেটারকে ছেড়ে দেওয়া ছাড়া কেকেআর-এর আর উপায় ছিল না। তবে নাইট শিবির এবারের নিলাম থেকে কিছু বিদেশি খেলোয়াড়কে দলে ফেরানোর চেষ্টা করবে। বিশেষত, তিন বিদেশি তারকাকে নিলাম থেকে আবারও দলে টানার চেষ্টা করতে পারে কেকেআর। সম্ভাব্যের তালিকায় কারা রয়েছেন? জেনে নিন।
(১) ফিল সল্ট: ইংল্যান্ডের বিধ্বংসী উইকেটকিপার ব্যাটসম্যান ফিল সল্ট গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেই কারণে কেকেআরের টপ অর্ডার এবং উইকেটকিপিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। সল্টকে দলে ফেরানো মানে কেকেআরের ওপেনার এবং কিপারের সমস্যা সমাধান মিটে যাবে। তাই তাঁকে নিলাম থেকেই ঘরে তুলতে পারে নাইটরা।
আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীরেই চ্যাম্পিয়ন্স ট্রফি? জানিয়ে দিল আইসিসি
(২) রহমানউল্লাহ গুরবাজ: আফগানিস্তানের প্রতিভাবান উইকেটকিপার-ব্যাটসম্যান গুরবাজও কেকেআরের লক্ষ্য হতে পারেন। সল্টকে দলে ফিরিয়ে আনা না গেলে, গুরবাজকে ওপেনার এবং ব্যাকআপ কিপার হিসেবে দলে আনার সম্ভাবনা রয়েছে। তাঁর মতো সল্টের বিকল্প হিসেবে কেকেআরের স্কোয়াডে বেশ কার্যকরী হতে পারে।
(৩) গজনফর: তরুণ আফগান স্পিনার গজনফরও কেকেআরের নজরে রয়েছেন। গত নিলামে বিশেষ আলোচনার কেন্দ্রে না থাকলেও, গজনফরের প্রতিভা দলের স্পিন বিভাগকে সমৃদ্ধ করতে পারে। সম্ভাবনা রয়েছে, কেকেআর তুলনামূলক কম টাকা খরচ তাঁকে দলে নিতে পারে।
দেখুন আরও খবর: