কলকাতা: অফিস টাইমে চলন্ত বাসে আগুন (Kolkata Bus Fire)। ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মহাজাতি সদনের (Mahajati Sadan) সামনে বিরাটি-বিবাদী বাগ (Birati BBD Bag Bus Fire) রুটের মিনিবাস থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাওয়ার পথে, বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দমকল ও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসে যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা। এর জেরে রাস্তায় যানজট সৃষ্টি হয়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক হতেই যান চলাচল স্বাভাবিক হয়।
অন্য খবর দেখুন