কলকাতা: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আগামী বৃহস্পতিবার ইডেনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনালের (Semi-Final Match of ICC Men’s Cricket World Cup 2023) হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। খেলা দেখে বাড়ির ফেরার চিন্তা দূর করল মেট্রো কর্তৃপক্ষ। সেই ম্যাচ শেষে একজোড়া স্পেশাল মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ (Kolkata Metro Railway Authorities ) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন: নৈহাটির বড়মা’র কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ( Eden Gardens) অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ-2023-এর সেমিফাইনাল ক্রিকেট ম্যাচের দিন রাতে চলবে বাড়তি মেট্রো। সূত্রের খবর, উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে (ব্লু লাইন) নির্ধারিত বাণিজ্যিক সময়ের পরে একজোড়া বিশেষ মেট্রো পরিষেবা চলবে। এই দিন বিশেষ মেট্রো পরিষেবাগুলি এসপ্ল্যানেড – দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড – ব্লু লাইনের কবি সুভাষ রুটের মধ্যে চালানো হবে৷ এসপ্ল্যানেড থেকে 22:45 টায় শুরু হবে এবং এটি দক্ষিণেশ্বর স্টেশনে 23:18 টায় পৌঁছাবে এবং একইভাবে আরেকটি পরিষেবা এসপ্ল্যানেড থেকে 22:45 টায় শুরু হবে এবং কবি সুভাষ স্টেশনে 23:18 টায় পৌঁছাবে৷
আরও অন্য খবর দেখুন