কলকাতা: ফুটবল প্রেমীদের জন্য সুখবর। যুবভারতীতে আইএসএলের ম্যাচের দিনগুলোয় বিশেষ মেট্রো (Special Metro For ISL Matches) (Kolkata Metro) চলবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, খেলার দিনগুলোতে দর্শকদের বাড়ি ফিরতে সমস্যা না হয় তার জন্য বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে যে দিন যুবভারতীতে খেলা থাকবে সেই দিনগুলিতে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে শিয়ালদহমুখী শেষ মেট্রো (Kolkata Metro) ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে। ১৩ সেপ্টম্বর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আগামী ২৩ সেপ্টম্বর যুবভারতীতে খেলা রয়েছে। মেট্রো সূত্রে খবর, ২৩, ২৭ সেপ্টম্বর, ৫ ও ১৯ অক্টোবর, মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ রয়েছে আগামী ১৯ অক্টোবর। ৯, ২৩, ২৯ ও ৩০ নভেম্বর , ডিসেম্বরে ১২, ১৪, ১৭ ও ২১ তারিখ বিশেষ মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আইএসএলের ম্যাচ শেষের পর ফুটবলপ্রেমীদের বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না।
অন্য খবর দেখুন