কলকাতা: আরজি কর (RGKar Hospital) কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের (Paschimbanga Chhatra Samaj) নবান্ন (Nabanna) অভিযান থেকে কলকাতা পুলিশ (Kolkata Police) ১২৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, তার মধ্যে ১২৩ জন পুরুষ ও ২৩ জন মহিলা। ঘটনায় মোট ২৫ জন পুলিশ আহত হয়েছে। ঘটনায় ১০টি স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। একটি হয়েছে আলিপুর থানায়, হেস্টিংসে দুটি, ময়দান, হেয়ারস্ট্রিট, মুচিপাড়া, আমহার্স্টস্ট্রিট, বড়বাজার, জোড়াসাঁকো থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় ১০০ জনের বেশি আটক হয়েছে। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে এদিনে নবান্ন অভিযানের সময় সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়ে জানানো হয়েছে তাঁদের পরিচয় চিহ্নিত করে পুলিশকে জানাতে।
মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, শান্তিপূর্ণ আন্দোলন হবে বলা হয়েছিল। কিন্তু, আমরা দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন। এই আন্দোলন কখনও বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না। আমাদের কাছে তথ্য ছিল সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে। যাতে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়। আমাদের সেই আশঙ্কা অনেকটা সত্যি হয়েছে।
আরও পড়ুন: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলার জনপ্রিয়তা বাড়ছে
আরও খবর দেখুন