কলকাতা: এসি (AC) নিয়ে ঝামেলা। মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ খাস কলকাতায় (Kolkata)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অ্যাপ ক্যাব চালককে (App Cab Driver)। থানায় চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা যাত্রী। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার (Arrest) করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চালকের নাম ললিত ছৌপল। তার বাড়ি গড়িয়াহাট এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। গড়িয়াহাট যাওয়ার জন্য অভিযোগকারিণী একটি অ্যাপ ক্যাব বুক করেন। ওই যাত্রী এসির তাপমাত্রা কমাতে বলেন। তা নিয়ে দুপক্ষের বচসা শুরু হয়। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে অ্যাপ ক্যাব থেকে নেমে যান ওই যাত্রী। নেমে আসেন চালক। ফের দুপক্ষের বচসা শুরু হয়। সেসময় ওই ক্যাব চালক তরুণীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
আরও খবর দেখুন