কলকাতা: পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা বুধবার ধনধান্যে অডিটোরিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন। পুজো কমিটির গুলোর নানান সুবিধা অসুবিধা বিষয়ে যেমন আলোচনা করেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানালেন, যে দূর্গাপুজো বাঙালি এই বড় উৎসবে কলকাতা পুলিশ সমস্ত রকম ভাবে পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। আরজি কর এর ঘটনা নিয়ে যদি কোন পুজোর সামনে বা বিচারের দাবি করে যদি স্লোগান ওঠে তাও মোকাবিলায় কলকাতা পুলিশ প্রস্তুত। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বড় পুজো কমিটির প্রতিনিধিরা, পাশাপাশি ছিলেন পুরসভা, দমকল, সিইএসসি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা।
আরও পড়ুন: ডাক্তারদের কনফারেন্সে স্বল্পবসনা তরুণীর বেলি ডান্স, কটাক্ষ কুণালের
আগামী ২ অক্টোবর মহালয়া। সে দিন থেকেই শহরের অনেক পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে। তাই নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার পরই বৈঠক করলেন সকল পুজো কমিটির সঙ্গে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাধারণ মানুষের কাছে আবেদন করেন, পুজো ভালো করে কাটান। প্রত্যেকবার যেভাবে পুজো কাটান এবারও নিশ্চিন্তে সেই ভাবে পুজো কাটান। পুজো উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর বার্তা, যে কোনও সমস্যার বিষয়ে সরাসরি কলকাতা পুলিশকে জানান। সব সমস্যার সমাধান করা হবে।
অন্য খবর দেখুন