কলকাতা: আধার কার্ডকে (Aadhaar Card) হাতিয়ার করেই হয়ে যাচ্ছে তথ্য চুরি। কারণ আধার কার্ডের ব্যাক্তিগত তথ্য জালিয়াতদের হাতে খুব সহজেই পৌঁছে যাচ্ছে। তারপরই গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এ নিয়ে কলকাতা পুলিশ সতর্ক করল রাজ্যের অর্থ দফতরকে (State Finance Department)। বৃহস্পতিবার একটি চিঠি দিয়ে তারা জানিয়েছে, বিভিন্ন সরকারি কাজের জন্য সংগৃহীত আধার কার্ডের তথ্য যেন তারা আড়াল করার ব্যবস্থা করে। চিঠিতে আবেদন করা হয়েছে, যে কোনও দলিল ডাউনলোড করার সময়ে হাতের ছাপ দেখা যায়, তা যেন অদৃশ্য থাকে।
কলকাতা থেকে জেলায় জেলায় আধারে জালিয়াতিকাণ্ডের (Fraud) ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দলিল থেকে আঙুলের ছাপ হাতিয়ে প্রতারণা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একই প্রতারণার করা হয়েছে। সম্পত্তি বা অন্যান্য প্রয়োজনে রাজ্যবাসীর কাছ যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় সরকারের তরফে, তাতে আধার কার্ডের তথ্যও থাকে। পরে এই তথ্য আপলোড করা হয় সরকারি ওয়েবসাইটে। বেশ কিছু ওয়েবসাইটে এই আধার কার্ডের তথ্য আপলোড করা হয়ে থাকে।
আরও পড়ুন: শহরে হদিশ মিলল বেআইনি কল সেন্টারের, গ্রেফতার ৪০
কলকাতা পুলিশ এ ব্যাপারেই সতর্ক করেছে রাজ্যের অর্থ দফতরকে। তারা জানিয়েছে, এই ধরনের ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড করার সময় দিতে হয়। যাতে এই সমস্ত ওয়েবসাইট থেকে ওই তথ্য বেহাত না হতে পরে সেই জন্য তথ্য আপলোড করার সময় সেগুলি আড়ালের ব্যবস্থাও করতে হবে অর্থ দফতরকে।
সম্প্রতি বাগুইআটিতে এ ভাবেই তথ্য বেহাত হয়ে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট হয়েছে প্রায় ২৯ হাজার টাকা। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার বলে পরিচয় দিয়ে ব্যাঙ্ক থেকে এক গ্রাহকের আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জোগাড় আধার কার্ডে থাকা আঙুলের ছাপের তথ্য জাল করে। তদন্তে নেমে পুলিশ জানতে পার ইসলামপুরে এই জালিয়াতির চক্র চলছে। ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়ার নারায়ণপুর গ্রামে আধার প্রতারণা-হাবের হদিশ মিলেছে। ওই গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই সক্রিয় ছিল এই চক্র। বাড়ি থেকে উদ্ধার হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, আঙুলের ছাপ নকল করার মেশিন। তাদের গ্রেফতার করে পুলিশ। তারপরই অর্থ দফতরকে চিঠি গিয়ে সতর্ক করল পুলিশ।
আরও অন্য খবর দেখুন