গিয়ংগি: এবার হলিউডের দিকে আসা যাক। মাত্র ২৪ বছর বয়সেই প্রয়াত হলেন কোরিয়ার পপ তারকা কিম না হি। তিনি বেশ পরিচিত ছিলেন কেবল নাহি নামেই। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল মাত্র ২৪ বছর।
জানা গিয়েছে, গত ৮ নভেম্বর সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হল সেই বিষয়ে কোনও স্পষ্ট খবর প্রকাশ করা হয়নি। ২০১৯ সালে গানের ডেবিউ। ‘ব্লু সিটি’ নামে একটি গান প্রকাশ পায়। তিনি একাধারে গায়িকা, গীতিকার, সুরকার।
আরও পড়ুন: ফের মা হচ্ছেন অনুষ্কা! স্পষ্ট ‘বেবে বাম্প’
মৃত্যুর ঠিক দু’দিন আগে অর্থাৎ ৬ নভেম্বর নাহি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে চারটি ছবি ছিল। শহরের ছবি, নিজের ছবি, বিড়াল এবং তাঁর পোষ্য কুকুরের ছবি।
অন্য খবর দেখুন: