কলকাতা: কংগ্রেস (Congress ) ছেড়ে বিজেপিতে কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। কংগ্রেস ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারে উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রার্থী হতে পারেন তিনি। বুধবারই কংগ্রেস ছাড়েন কৌস্তভ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি পাঠান। সেখানেই জানান, কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়ছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আত্মসম্মান খুইয়ে তিনি কংগ্রেসে থাকতে চান না। তবে তিনি মাথা মুণ্ডন করে যে তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করার প্রতিজ্ঞা করেছিলেন, সেই অবস্থান থেকে সরছেন না।
আরও পড়ুন: দুদিনের সফরে শুক্রবার বঙ্গে আসছেন মোদি
বিজেপিতে যোগ দিয়েই কৌস্তভ বাগচী (Kaustav Bagchi Join BJP) বলেন, আমাকে হয়তো এখন অনেকেই দলবিরোধী তকমা দেবেন। কিন্তু তিনি বলেন দুর্নীতি গ্রস্ত তৃণমূলের সঙ্গে হাত মেলানোর বিষয় তিনি বিরোধীতা করবেন। মানুষের চাহিদা পূরণ না করলে তো রাজনীতি করার কোনও অর্থ নেই। শীর্ষ নেতৃত্ব প্রদেশ কংগ্রেসকে কোনও গুরুত্বই দেয় না। সেখানে সে দলের সঙ্গে থাকার কোনও অর্থ নেই। সন্দেশখালি নিয়ে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব চুপ। দিনের পর দিন কংগ্রেস তৃণমূল নিয়ে নরম মনোভাব দেখাচ্ছে, সেখানে আত্মমর্যাদা হারিয়ে সেই দলে থাকা যায় না।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৩)
শুধুমাত্র সন্দেশখালি ইস্যু নয়, বিভিন্ন সময় প্রকাশ্যেই দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় করেছেন। ইদানিং দলের সঙ্গে তাঁর একেবারেই বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ। কংগ্রেস ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল। প্রাক্তন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ।
অন্য খবর দেখুন