কলোরাডো: বিদেশের মাটিতে জয়জয়কার ভারতের সোনার মেয়ের। দেশবাসীকে গর্বিত করে এবার সোনা জয় করলেন কৃষা ভার্মা। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অনুষ্ঠিত আন্ডার-১৯ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি জিতে সোনার পদক জয় করেছেন কৃষা। তবে, এই টুর্নামেন্টে অন্য পাঁচজন ভারতীয় বক্সারকে ফাইনালে হেরে রূপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে সমর্থকদের নিরাশ করেননি কৃষা। তিনি ফাইনাল ম্যচে জার্মানির লেরিকা সিমনকে ৫-০ ব্যবধানে পরাজিত করে সোনা জয় করেন। অন্যদিকে, মেয়েদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে চাঁচল চৌধুরীকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। তাই তিনি ইংল্যান্ডের রুবি হোয়াইটের বিরুদ্ধে ম্যাচ না খেলেই হেরে যান। ফলস্বরূপ, তাঁকেও রূপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
আরও পড়ুন: ম্যান ইউয়ের নতুন কোচ হলেন রুবেন অ্যামোরিম
অন্যদিকে, মেয়েদের ৫৭ কেজি বিভাগে অঞ্জলি সিং টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করলেও ফাইনালে ইংল্যান্ডের মিয়া-টিয়া আইটনের কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হন। পুরুষদের ৭৫ কেজি বিভাগে রাহুল কুণ্ডুও মার্কিন যুক্তরাষ্ট্রের জোসেফ আওয়িনংগ্যার কাছে ১-৪ ব্যবধানে হেরে রূপোর পদক জয় করেন। ৬০ কেজি বিভাগে ভিনি দারুণ খেললেও ইংল্যান্ডের এলা লন্সডেলের কাছে ৩-২ ব্যবধানে হেরে যান। এছাড়াও, ৭০ কেজি বিভাগে আকাঙ্ক্ষা ফলাসওয়াল ইংল্যান্ডের লিলি ডিকনের কাছে ৪-১ ব্যবধানে হেরে রূপোর পদক পান।
তবে, এই টুর্নামেন্টে এখনও ভারতের আশা ফুরিয়ে যায়নি। কারণ, আজ রাতে আরও পাঁচজন মহিলা বক্সার তাঁদের নিজস্ব বিভাগের ফাইনাল ম্যাচ খেলেন। মধ্যে নিশা (৫১ কেজি), সুপ্রিয়া দেবী থোকচম (৫৪ কেজি), এবং পার্থবি গ্রেওয়াল (৬৫ কেজি) আজ রাতে সোনার পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি, আজ পুরুষদের বিভাগে ৯০ কেজি ওজন বিভাগে হেমন্ত সাঙ্গওয়ান যুক্তরাষ্ট্রের রিশন সিমসের বিরুদ্ধে সোনার পদক জয়ের লক্ষ্যে লড়াই করবেন।
দেখুন অন্য খবর: