নদিয়া: কৃষ্ণনগরে তরুণী মৃত্যুর প্রতিবাদে ধুন্ধুমার, বিক্ষোভে ‘অর্জুন সেনা’। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর-শিয়ালদহগামী ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বাসস্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়েও চলে প্রতিবাদ।
আরজি কর আবহে কৃষ্ণনগরে তরুণীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে সকাল থেকেই রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় ‘অর্জুন সেনা’। পরবর্তীতে রেল পুলিশ এসে তাঁদের অনুরোধ করলে রেল অবরোধ তুলে নেন তাঁরা। শুধুই রেল অবরোধ নয়, এদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনধ চালিয়ে যায় অর্জুন সেনা। বাসস্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তাঁরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন অর্জুন সেনার প্রত্যেক সদস্যেরা। আজ সকাল থেকে কৃষ্ণনগরে বাস পরিষেবা সচল থাকলেও অর্জুন সেনার পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের মধ্যে দিয়ে বাসস্ট্যান্ডের গেট বন্ধ করে দিয়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, বাস পরিষেবা না মেলায় গন্তব্যে পৌঁছতে অসুবিধার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
কৃষ্ণনগরের বিভিন্ন অলিগলিতে গিয়ে সব দোকানপাট-শপিং মল জোর করে বন্ধ করে দেয় তারা। ফলত অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে।
আরও পড়ুন: শাহের সঙ্গে বৈঠকের আর্জি, ইমেল নির্যাতিতার বাবা-মায়ের
কৃষ্ণনগরে তরুণীর মৃত্যুর ঘটনায় পুলিশের সদর্থক ভূমিকার দাবিতে চলে এই বিক্ষোভ। পুলিশ প্রশাসন যাতে মূল দোষীকে গ্রেফতার করে এবং এর যথাযথ ব্যবস্থা নেয় সেই দাবিতে প্রতিবাদ জানায় অর্জুন সেনা। পাশাপাশি এইরকম ঘটনা কৃষ্ণনগরের বুকে যাতে কখনও আর না হয় সেই দাবি নিয়েও বনধ চালিয়ে নিয়ে যায় তারা।
দেখুন অন্য ভিডিও: