কলকাতা: কৃতি শ্যানন (Kriti Sanon) বলিউডের ফ্যাশনিস্তা। কৃতির গ্ল্যামারে ঝড় তোলে নেটিজেনদের মনে। তাঁর ড্রেস থেকে লুক সব সময় চর্চায় থাকে। এবার ক্লাসি কালো ড্রেস নজর কাড়লেন কৃতি। এবার ব্ল্যাক ড্রেস শীতের মরসুমেও উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী। সাহসী লুক থেকে ভারতীয় পোশাকে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। তাঁর ফ্যাশন সেন্সে মুগ্ধ ভক্তকুল। কালো ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী।
আরও পড়ুন:শুভমনের সঙ্গে ডেট করতে চাইছেন এই বলি সুন্দরী
বুধবার রাতে মুম্বইতে পাপারাজ্জিদের ক্যামেরাতে ধরা পড়ল বলিউড ডিভা কৃতি স্যাননের স্টানিং লুক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রায় এক রেস্তঁরা থেকে কালো পোশাক পরে বেরিয়ে আসছেন অভিনেত্রী। কালো পোশাকে তাকে সুন্দর লাগছিল। কালো বডিকন ওয়ান স্পিল্ট ড্রেসে উষ্ণতা ছড়িয়েছেন। হালকা মাননসই মেকআপ ও খোলাচুলে অভিনেত্রী ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
অন্য খবর দেখুন