কলকাতা: ঘাটাল মহকুমা হাসপাতালকে কেন্দ্র করে তর্কে জড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৃণমূল সাংসদ দেব (Dev)। সমাজমাধ্যমে একে অন্যকে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ফের উদ্বোধন করেছেন দেব, এমনই লিখে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তার পাল্টা জবাব দিলেন দেব। তার প্রেক্ষিতে কুণাল দেবকে চৌতন্যদেব বলে ফের কটাক্ষ করলেন। বললেন, দলের কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করেন দেব।
কুণালের কটাক্ষের জবাবে দেব জানিয়েছে, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটিস্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এগুলোর উদ্বোধন করি। যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার বিষয়ে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনও মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয় সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।
আরও পড়ুন: উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে আক্রমণ মহারাষ্ট্রেরই মন্ত্রীর
দেবের ওই মন্তব্যের পর কুণাল ফের লিখেছেন, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। চলতি পরিস্থিতির কথা যদি বলো আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে পেশা ও সৌজন্যের নামে তাদের সঙ্গে আদিখ্যেতা করি না।
আরও খবর দেখুন