কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Incident) বেশ কিছু তথ্য প্রমাণ নিয়ে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ (Kunal Ghosh)। একাধিক ফাইল নিয়ে সিজিওতে ঢোকেন তিনি। তৃণমূল নেতা জানান, তাঁর হাতে আরজি করের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা কিছু নথি তুলে দিয়েছেন। সেই নথিই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দিতে আজ তিনি এসেছেন। তিনি আরও জানান, তদন্তের স্বার্থে সেই তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেবেন।
সোমবার সিজিওতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখী হয়ে কুণাল বলেন, আরজি কর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে। আমার বাবা-মা দুজনই এই হাসপাতালের স্টুডেন্ট ছিলেন। আমার ঠাকুরদার ওষুধের দোকানও আরজিকরের গায়ে ছিল। দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড আরজি করে ঘটে যায়। দোষীদের বা দোষীর ফাঁসি চাই আমি। তিনি বলেন, অন্য একটি মামলার জন্য এখানে এসেছি। এছাড়াও আরজি করের কিছু জুনিয়র চিকিৎসক এবং প্রাক্তনী আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। হাসপাতাল সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার হাতে তুলে দেয় পড়ুয়ারা। এই আবহে তারা বলেন, আমরা তো আর সেখানে গিয়ে কিছু নথি তুলে দিতে পারব না। আপনার যাতায়াত আছে। আপনি আমাদের হয়ে সেই তথ্য দিয়ে দিন। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য সিবিআইকে জানাব। কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই যদি মনে করে, এই তথ্যগুলো তদন্তের স্বার্থে কাজে লাগবে, তাহলে সিবিআই যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন: ফুটবল সমর্থকদের উপর লাঠিচার্জ, মামলা হাইকোর্টে
কুণালকে প্রশ্ন করা হয় এই তথ্য কেন কলকাতা পুলিশকে না দিয়ে সিবিআইকে দেওয়া হল। উত্তরে কুণাল বলেন, এই তথ্য সত্য না মিথ্যা তা যাচাই করে দেখিনি। আর এই মামলা কলকাতা পুলিশের হাতে নেই, সিবিআই তদন্ত করছে। তাই সিবিআইকে জমা দেব। কলকাতা পুলিশ তদন্ত করাকালীন আমার কাছে এই সংক্রান্ত লিখিত তথ্য ছিল না।
অন্য খবর দেখুন