কলকাতা: ‘আর্থিক সঙ্কট হলে ফ্রন্টের কাছে যাও’, ফের সরব কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার সোশাল মিডিয়ায় তৃণমূল নেতা লিখছেন, আরজি করের নির্যাতিতার নাম করে কোটি কোটি টাকা তুলে নিয়ন্ত্রণ করছে জেডিএস। জুনিয়র ডক্টরস ফ্রন্টকে (Junior Doctors Front) তহবিল নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। ফ্রন্ট হেল্পলাইন ঘোষণা করুক। অথবা গোটা তহবিল তিলোত্তমার বাবা মার হাতে দেওয়া হোক। দাবি করলেন তৃণমূল নেতা।
কুণাল ঘোষ স্যোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, টাকার দরকার? ফ্রন্টের কাছে চান। বেসরকারি ব্যয়বহুল চিকিৎসায় অর্থসংকটে পড়লে, জরুরি বড় অস্ত্রোপচার বা কিডনি, লিভার, ক্যান্সারের সঙ্কটে আর্থিক সাহায্য পেতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে যান। তিলোত্তমার নামে কয়েক কোটি টাকা তুলে যে তিনচারজন সেটা নিয়ন্ত্রণ করছেন, তাঁদের বলুন বেসরকারি হাসপাতালে অর্থসঙ্কটে পড়া সাধারণ মানুষকে সেই টাকা দিয়ে সাহায্য করতে। ফ্রন্ট হেল্পলাইন ঘোষণা করুক। এতেও অবশ্য লাভ বেসরকারি হাসপাতালেরই। এই সংকটে পড়লে তা মোকাবিলায় জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: নামি ব্র্যান্ড নকল করে জলের ব্যবসা ইকো পার্কে, উদ্ধার জলের জার
কুণাল দাবি করেছেন, নির্যাতিতার নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এবং সেই টাকার নিয়ন্ত্রণ তিন-চারজনের হাতে রয়েছে।এছাড়া, কুণাল আরও বলেছেন, সেই টাকা চিকিৎসার জন্য অর্থসংকটে পড়া সাধারণ মানুষদের সাহায্য করতে। যদি এটি সম্ভব না হয়, তাহলে পুরো তহবিল তিলোত্তমার বাবা-মার হাতে তুলে দেওয়া হোক। তাঁর মতে, তিলোত্তমা নামে যে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে, তা জনগণের জন্য যদি ব্যয় করা না হয়, তবে সেটি কোনও কাজে আসবে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 9, 2024
অন্য খবর দেখুন