কলকাতা: পুজোতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সৃজিত মুখ্যোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা (Tekka Movie)। আরজি কর আবহে শহর জুড়ে প্রতিবাদে ঝড়। স্লোগান, মিছিলে মুখরিত শহর, সেই সময় আসন্ন পুজো। এই পরিস্থিতিতে ‘উৎসবে ফিরব না’ জানিয়েছেন স্বস্তিকা মুখ্যোপাধ্যায়। প্রতিবাদে সামিল হয়েছেন তিনি। রাত দখলে নেমেছেন অভিনেত্রী। তারমধ্যেই নিজের স্যোশাল মিডিয়ার পেজে আসন্ন ছবি টেক্কার পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। ‘উৎসবে ফিরব না’ জানিয়েও কেন ছবির প্রচার করছেন সেই প্রশ্ন তুলে অভিনেত্রীকে বিঁধলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত টেক্কাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেব (Dev), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), রুক্মিণী মৈত্রকে। পুজোতে মুক্তি পাবে এই ছবি। তার আগে শহর জুড়ে পড়েছে টেক্কার পোস্টার। কলকাতার এক বিলাসবহুল মলে ছবির টিজার লঞ্চ অনুষ্ঠান হয়েছে। কিন্তু এই মুহূর্তে শহরের পরিস্থিতি উদ্বিগ্নের আরজি করের প্রতিবাদে সকলেই গর্জে উঠেছেন। এই আবহে শহরের বুকে ছড়িয়ে ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ লেখা টেক্কার পোস্টার। এক ঝলক পড়লে যেন মনে হবে আরজি করের নির্যাতিতার কথাই বুঝি বলা হচ্ছে। এই ছবির প্রচার কৌশল নিয়েই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় তো উৎসবে ফিরবেন না বলেই জানিয়েছেন, তাহলে কেন ছবির প্রচার করছেন?
আরও পড়ুন: ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন ‘প্রসেন-পর্ণা’
তৃণমূল নেতা নিজের এক্স হ্যান্ডেলে ‘টেক্কা’ ছবির পোস্টারটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।
যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল। pic.twitter.com/rk4TbNQF0U
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2024
অন্য খবর দেখুন