কলকাতা: পুজোর আগে রাজ্যবাসীর জন্য সুখবর দিল পরিবহণ দফতর। রাজ্য প্রথম মহিলাদের জন্য বাস সার্ভিস (Ladies Special Bus Service) পুজোর আগেই চালু হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় শিলিগুড়িতে পরিবহণ নিগমের সঙ্গে বোর্ড মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত জানান। অফিস টাইমেই চালু থাকবে এই বিশেষ পরিষেবা। এনবিএসটিসি সূত্রের খবর, বিশ্বকর্মা পুজোর পরই আনুষ্ঠানিকভাবে ওই মহিলা স্পেশাল বাস পরিষেবা (NBSTC Bus Service) চালু করা হবে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত এই বাস সার্ভিস চালু হতে চলেছে। ওই বাসে থাকবে মহিলা কন্ডাকটর।
আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এবার পুজোয় নিগমের প্রত্যেক কর্মীকে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের জন্য এই বিশেষ বাস ব্যবহার করা হবে৷ পার্থ প্রতিম রায় আরও জানান, যাত্রীদের নিরাপত্তা স্বার্থে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা বসানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার কথা ভেবে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী, আসামগামী, এছাড়া নেপালে যে বাসগুলি চলে সেখানেও সম্পূর্ণভাবে সিসিটিভির ব্যবস্থা করার কথা আমরা ভাবছি। মূলত অফিস টাইমে ওই বাস চালানো হবে বলে জানা গিয়েছে।
অন্য খবর দেখুন