কলকাতা: নারী আন্দোলন, শুধু কথায় সার। খাস কলকাতায় ফের মহিলা চিকিৎসককে (Lady Junior Doctor) যৌন হেনস্থার শিকার হতে হল। পূর্ব যাদবপুর থানা এলাকার ঘটনা। অ্যাপ ক্যাবের বুকিং বাতিল করায় চালক তাঁকে হুমকি দেয়। এমনকী ওই চিকিৎসককে অশ্লীল ভিডিও মেসেজ পাঠায় বলেও অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে চালককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: আরজি কর ইস্যু নিয়ে অবশেষে ‘নীরবতা’ ভাঙলেন টলিউডের ‘খোকা’, কী বললেন তিনি?
জানা গিয়েছে, ইএম বাইপাসের একটি কর্পোরেট হাসপাতালের কর্মরত জুনিয়র মহিলা ডাক্তার। শুক্রবার রাত আটটা নাগাদ ওই চিকিৎসক ইনড্রাইভ অ্যাপ ক্যাব থেকে একটি গাড়ি বুক করেছিলেন। ওই চিকিৎসকের পিক আপ স্পটে পৌঁছাতে অসাবধানতাবশত দেরি হয়ে যায়। সেই কারণে ক্যাবটি বাতিল করেছিল। তারপর বার বার ফোন করতে থাকে চালক। চালক তাকে ভয় দেখায়। শেষ পর্যন্ত তাকে ভয়ানক পরিণতির হুমকি দেয়। এলাকায় দেখতে পেলে ‘চামড়া গুটিয়ে’ দেওয়ার কথাও বলে। অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অশ্লীল ভিডিও মেসেজও পাঠায়। তরুণী ডাক্তার সিপি কলকাতা, জয়েন্ট সিপি কলকাতার কাছে ই-অভিযোগ দায়ের করেছেন। তিনি সাইবার সেলকে ই-মেইলও করেছেন। শনিবার দুপুরের দিকে পূর্ব যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছেন। ইতিমধ্যেই চালককে গ্রেফতার করেছে পুলিশ।
অন্য খবর দেখুন