কলকাতা: আরজি করে হামলার (RG Kar Chaos) ঘটনায় অপরাধীদের চিহ্নিত করতে অ্যাকশন মুডে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের (Kolkata Police) অফিসিয়াল পেজে ঘটনার রাতের ছবি দিয়ে অপরাধীদের সন্ধান চাই বলে বিজ্ঞপ্তি জারি করল লালবাজার। আরজি করে এমার্জেন্সি বিভাগে হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর ৩০-৩৫ জন দুষ্কৃতী মিশে তাণ্ডব চালায়। কার্যত ধ্বংসস্তূপ আরজি কর হাসপাতালের এমারজেন্সি বিভাগ। এই ঘটনায় আন্দোলনকারীরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। লালবাজারে উচ্চ পর্যায় বৈঠকে বসল কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা। পুলিশ কমিশনার বিনিত গোয়েল নির্দেশ দেন, দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে হবে। এবার অপরাধীদের সন্ধান পেয়ে বিজ্ঞপ্তি জারি করল লালবাজার। বিত্জ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।
আরও পড়ুন: রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
দুষ্কৃতীরা হাসপাতালের জরুরি বিভাগ ভেঙে তছনছ করে ফেলে। হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Kumar Goyal Police Commissioner of Kolkata)। পুলিশ কমিশনার বলেন, ডিসি নর্থ প্রতিবাদকারীদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। সূত্রের খবর, চারতলার যে সেমিনার রুম থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেটিতেও ভাঙচুর চালানো হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হল, ওই সেমিনার রুম ‘অক্ষত’ রয়েছে। তার পরেই গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছে লালবাজার।
অন্য খবর দেখুন