কলকাতা: অফিস যাত্রীদের জন্য বড় খবর। এবার দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো (Kolkata Metro) মিলবে রাত ১০.৪০ মিনিটে। মেট্রো রেল সূত্রের খবর, সোম থেকে শুক্রবার দমদম থেকে রাত ১০.৪০ মিনিটে ও কবি সুভাষ থেকে রাত ১০.৪০ মিনিটে শেষ মেট্রো পরিষেবা মিলবে। পরীক্ষামূলকভাবে চালানো ওই পরিষেবায় সোম থেকে শুক্র রাত ১১টার দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়ত। বুধবার বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১১টার বদলে শেষ মেট্রো রেল ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।
কলকাতার তুলনায় অন্যান্য মেট্রো শহরে রাতের শেষ মেট্রো পরিষেবা অনেক বেশিক্ষণ মেলে। অনেকেই অফিসে সেরে দেরিতে বাড়ি ফেরে। কিন্তু কলকাতায় ৯.৪২ শেষ মেট্রো পরিষেবা মেলে। যাত্রীদের দাবি ছিল মেট্রোর সময় সীমা বাড়ানোর জন্য। সেই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মেট্রো যাত্রী। আদালত পুরোটাই মেট্রো রেলের উপর ছেড়ে দিয়েছিল। আদালতের গুঁতোতে ২৪শে মে থেকে সোম থেকে শুক্র প্রান্তিক স্টেশন থেকে রাত ১১টায় একটা বিশেষ মেট্রো চালানো শুরু হয়। স্টেশনে ঢোকার অধিকাংশ গেটও থাকে বন্ধ। ফলে অনেকেই প্রবেশদ্বার খুঁজে না পেয়ে ফিরেও যান। আপ-ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০ জন করে যাত্রী হচ্ছে। টিকিট থেকে রোজগার হচ্ছে ৬০০০ টাকা। আর সেখানেই রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ (Metro Railway, Kolkata)।
আরও পড়ুন: শিশু চোর সন্দেহে পুলিশের সামনেই গণপিটুনি মহিলাকে
রাতের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই চালু করা হয়েছিল এই পরিষেবা। কিন্তু ক্ষতির মুখ দেখতেই মেট্রোর নিয়মে আনা হল বদল। ২৪ জুন থেকে লাঘু হবে নতুন নিয়ম। ২০ মিনিট এগিয়ে আসবে ব্লু লাইনের রাত্রিকালীন বিশেষ মেট্রো। কারণ হিসাবে মেট্রো জানিয়েছে, ‘অতিরিক্ত খরচ’ এবং তুলনায় ‘খুবই কম আয়’। তাই ১১টার পরিবর্তে দুই প্রান্তিক স্টেশন থেকে ১০.৪০ মিবলে শেষ মেট্রো।
অন্য খবর দেখুন