কলকাতা: প্রয়াত ছন্দা সেন (Chhanda Sen)। দূরদর্শনের জন্মলগ্ন থেকে তাঁর উপস্থিতি পর্দায়। আপাত রাশভারী ছন্দা সেনের ভিতরে ছিল না সামান্যতম অহঙ্কার। আকাশবাণী ও দূরদর্শনের সব স্তরের কর্মীদের সঙ্গে তাঁর আলাপ ছিল। বুধবার রাত ২টো ২৫ নাগাদ এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৭৪ সালে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে যোগ দেন সংবাদ পাঠক হিসেবে। পরের বছর দূরদর্শনে যোগ দেন। কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতে থাকতেন ছন্দাদেবী। তিনি পড়াশোনা করেছেন লেডি ব্রেবোর্ন কলেজে। তাঁর স্বামী ও কন্যা রয়েছেন।
ছন্দা সেনের হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা ছিল। চোখেও সমস্যা ছিল। গত কয়েক দিন এসএসকেএম ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা কেওড়াতলা মহাশ্মশানে।
আরও পড়ুন: সাতসকালে ব্যবসায়ীকের লক্ষ্য করে গুলি
আরও খবর দেখুন