নিউইয়র্ক: হলিউডের (Hollywood) জনপ্রিয় টিভি শো সিটকম ফ্রেন্ডস দর্শকদের মনে অমলিন। অভিনেতা ম্যাথু পেরি (Mathew Perry) তাতে চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। মাত্রারিক্ত কেটামিন মাদক (Drug) নেওয়ায় গত বছর অভিনেতা ম্যাথু পেরির মৃত্যু হয়। শ্রীদেবীর মতোই বাথটবে থেকে উদ্ধার হয় ম্যাথুর দেহ। সেই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সবথেকে বেশি প্রভাবশালী হলিউডের মাদকরানি নামে পরিচিত জসভিন সাঙ্ঘা (Jasveen Sangha) নামের এক মহিলাও। যার বিলাসবহুল জীবনযাত্রা ভাবাচ্ছে তদন্তকারীদের।
ম্যাথিউ পেরির মৃত্যু হয়েছে গত বছরের ২৮ অক্টোবর। অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে নানা রকম তথ্য সামনে এসেছিল। পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনায়ই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু ১০ মাস পর জানা যায়, অতিরিক্ত মাদকের কারণে মৃত্যু হয়েছিল অভিনেতার। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, কেটামাইন নামক ওষুধ অতিরিক্ত মাত্রায় নেওয়ার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যাথু পেরি। প্রসঙ্গত, চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিনের মাদকাসক্তি ও অবসাদ কাটাতে ম্যাথু কেটামিন নামের ড্রাগের নিয়ন্ত্রিত ডোজের থেরাপি নিতেন। ১২ ডলার দামের কেটামিন ভায়াল ম্যাথুকে ২০০০ ডলারে বেচতেন অভিযুক্তরা। ময়নাতদন্তে ম্যাথুর শরীরে কেটামিনের উপস্থিতি প্রথমে ভাবায় তদন্তকারীদের। হলিউডের আরও বহু তারকাকে অভিযুক্ত জসভিন কেটামিন সরবরাহ করতেন বলে জানাযাচ্ছে।
লস স্যান্ডেলসের ৪১ বছরের জসভিন মাদক সরবরাহ করে বিলাসবহুল জীবন কাটাতেন। জেসমিন নিজেকে ক্যাটামাইন ড্রাগ জগতের সঙ্গে সুপরিচিত করে তুলেছিলেন। নিজেকে ড্রাগ সাম্রাজ্যের রানী মনে করতেন তিনি। কয়েক বছরের মধ্যেই তাঁর বিলাসবহুল জীবনযাত্রা নজর কাড়ে সবার। চলতি বছরের মার্চেই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ বোতল তরল কেটামিন সহ প্রায় দুই হাজার ভিটামিন বড়ি বাজেয়াপ্ত করা হয়। তিনি প্রায়শই মেক্সিকো, ইতালি, জাপান, দুবাই সহ নানান জায়গায় যেতেন। সমাজের হাইপ্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা ছিল তাঁর। বিলাসবহুল জীবনযাত্রাই নয়, একচ্ছত্র ড্রাগ সাম্রাজ্যের রানী হিসেবে বিলাসবহুল নর্থ হলিউড হোমে থাকতেন তিনি। নিজের ব্যবহৃত বিএমডব্লুর বদলে রেঞ্জ রোভার গাড়ি কেনেন। ডিজাইনার পোশাক থেকে লুই ভিটনের জুতোয় নিজেকে সাজিয়ে তুলতেন তিনি। এর আগে তাঁর ডেরা থেকে মাদক পাওয়ার জন্য গ্রেফতার করা হয় তাঁকে। ফের গ্রেফতারির পরেও তিনি অনুতপ্ত ছিলেন না। ইনস্টাগ্রামে নজরকাড়া পোশাক থেকে সাজগোজের জিনিসপত্রে নিজেকে মেলে ধরতেন তিনি।
আরও পড়ুন: দেশে অভ্যর্থনা পেয়ে চোখে জল কুস্তিগির বিনেশ ফোগটের
আরও খবর দেখুন