নয়াদিল্লি: আগামী ১ জুলাই থেকে নয়া তিনটি ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে।’ভারতীয় ন্যায় সংহিতা’, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’ কার্যকর হবে। সেইসঙ্গে বাতিল হয়ে যাবে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (IPC), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (CRPC) এবং ১৮৫৭ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট।
আর এই নিয়েই দেশে আন্দোলন মাথাচাড়া দিচ্ছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ওই তিন নতুন আইন কার্যকর হবে। উত্তরপ্রদেশের বান্দায় আইনজীবীরা এই তিন নতুন আইন নিয়ে বিরোধিতায় আন্দোলনে নেমেছেন। তাঁদের বক্তব্য, এই ভাবে নতুন আইনে কিছু উলোটপালট করে আইনি ব্যাবস্থাকে জটিল করে দেওয়া হয়েছে। এর পুনর্বিবেচনা করতে হবে। না হলে আন্দোলন দিল্লি নিয়ে যাবেন।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দুজন গ্রেফতার
উল্লেখ্য, ওই নতুন আইনে ইন্ডিয়ান পেনাল কোড প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা নামে। ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিয়োর অ্যাক্ট প্রতিস্থাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নামে এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রতিস্থাপিত হবে ভারতীয় সাক্ষ্য বিলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ওই তিন নতুন আইন পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন ।
আরও খবর দেখুন