আরামবাগ: আদালতের (Court) গেটে তালা দিয়ে বিক্ষোভ (Agitation) আইনজীবীদের (Lawyers)। এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য। সোমবার আরামবাগ মহকুমা আদালতের ঘটনা।
খোদ আদালতের এক বিচারক আইন মেনে কাজ করছেন না বলে অভিযোগ। এবং বিচারপ্রার্থীদের অহেতুক হররানির প্রতিবাদে আদালতের ভিতরে প্রবেশ করার প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান আইনজীবীরা। সোমবার আদালত খোলার পরেই আদালতের বেশিরভাগ আইনজীবী একত্রিত হয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চললেও তা সামাল দিতে আসেনি পুলিশ। এতে আদালতের কাজ কর্ম সব শিকেয় উঠেছে। কেউই আদালতে প্রবেশ করতে পারেননি।
আইনজীবীদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে ওই আদালতের এক বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই প্রতিবাদে আদালতে কাজের প্রথম দিনই তালা ঝুলিয়ে সব কিছু অচল করে দিলেন আইনজীবীরা। আদালতে কাজ না হওয়ায় বিচারপ্রার্থীদেরও ফিরে যেতে হয়। বিভিন্ন জেল ও থানা থেকে আসামিরা কোর্টে এসেও দীর্ঘক্ষণ গাড়িতেই অপেক্ষা করে।
জানা গিয়েছে, আরামবাগে সিনিয়র ডিভিশন আদালতে গত ৫ মাস ধরে বয়কট চলছে। মামলাকারীরা আদালতে এসে ঠিকমতো বিচার পাচ্ছেন না বলে অভিযোগ। বার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, সিনিয়র ডিভিশনের বিচারকের বিরুদ্ধে ১৪ দফা অভিযোগ তোলা হয়েছে। আরামবাগ বার অ্যাসোসিয়েশনের তরফে গত মার্চ মাসে সাধারণ সভার বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে আদালতের সিনিয়র ডিভিশনের বিচারকের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠক হয়। আলোচনার প্রস্তাবিত অভিযোগ সংক্রান্ত বিষয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে পাঠানো হয়েছিল। আইন মহলে ইতিমধ্যেই যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, লোয়ার কোর্টের নির্দেশের অ্যাপিল সিনিয়র ডিভিশনে গেলে আইন মেনে তা শোনা হচ্ছেনা । ইনজাকশন হলে একমাসের মধ্যে শুনানি করার নিয়ম, তা মানা হচ্ছে না। অর্ডার দেওয়ার নিয়মে গাফিলতি করা ছাড়াও মানমামলাকারীদের আদালতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ । অচলাবস্থার জেরে মামলাকারীদের দিনের পর দিন আদালত থেকে ফিরে আসতে হচ্ছে। বার অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য, মামলাকারীরা আদালতে এসে সমস্যার মধ্যে পড়লেও নিরুপায় হয়ে তাদের বয়কট চালাতে হচ্ছে। উল্লেখ্য, এই বিষয়ে যে বিচারকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন : ওড়িশায় আলুর সঙ্কট, রাজনীতি চরমে
আরও খবর দেখুন