skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollবাম নেতা কলতানকে মুক্তি দিল হাইকোর্ট
Kalatan Dasgupta

বাম নেতা কলতানকে মুক্তি দিল হাইকোর্ট

আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না

Follow Us :

কলকাতা: বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে (Kalatan Dasgupta) মুক্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত সূত্রে জানা গিয়েছে, বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না। ৫০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেফতার করা যাবে না। এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতানাও। আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে এক অডিও ভাইরাল হয়েছিল (তার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)। সেই অডিওর সঙ্গে জড়িত থাকার দায়ে শনিবার সকালে বাম নেতা কলতান দাশগুপ্তকে (Kalatan Dasgupta) গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। শুক্রবার সন্ধেয় কলকাতা টিভিতেই প্রথমবার মুখ খুলেছিলেন কলতান। কলকাতা টিভির (Kolkata TV) জনপ্রিয় অনুষ্ঠান ‘বাংলা বলছে’ চলাকালীন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর প্রশ্নে বাম নেতা এই ষড়যন্ত্রে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন।

আরও পড়ুন: ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular