জলপাইগুড়ি: স্ত্রীকে হাতুরি দিয়ে মাথায় মেরে খুন। অভিযুক্ত স্বামীর যাবজ্জীবন সাজা জলপাইগুড়ি জেলা আদালতে (Jalpaiguri District Court)। শহরের পাণ্ডা পাড়ার ঘটনা। শনিবার অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজার নির্দেশ দিলেন অ্যাডিশনাল সেশন অ্যান্ড জজ চতুর্থ কোর্টের বিচারক রিন্টু শূর। এমনই জানালেন সহকারী সরকারি আইনজীবী তপন বন্দ্যোপাধ্যায়। আদালতের রায়ে খুশি মৃতার পরিবার। তবে অভিযুক্তের পরিবারের দাবি, হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ অগস্ট, ২০২০ সালের পান্ডা পাড়ার বাসিন্দা আঁখি বিশ্বাসকে মাথায় হাতুরি মেরে খুন করে স্বামী গৌতম বিশ্বাস। এমনটাই অভিযোগ। গভীর রাতের ঘটনা। ঘটনার পরেই অভিযুক্ত স্বামী গৌতম কোতোয়ালি থানায় হাজির হন। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের দাবি, গৌতমের স্ত্রী শোয়ার ঘরে বিছানায় রক্তাক্ত অবস্থায় পরেছিল। সেখান থেকে মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আঁখির পরিবার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়। হাসপাতালের শয্যার মৃত অবস্থায় পরেছিল আঁখি বলে দাবি। এরপর মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী গৌতমকে গ্রেফতার করে। সহকারী সরকারি আইনজীবী তপন বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রীকে খুন করায় ৩০২ মামলা করে তদন্ত শুরু করে পুলিশ। মোট ১৪ জনের সাক্ষী ও চারজনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এরপর বিচারক যাবজ্জীবন সাজা ও কুড়ি হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সাজার ঘোষণা করলেন বিচারক। অভিযুক্ত পক্ষের আইনজীবী শিবশঙ্কর দত্ত বলেন, আমরা হাইকোর্টে আবেদন করব।
আরও পড়ুন: মহিলা সুরক্ষায় জেলায় হেল্পলাইন প্রকাশ পুলিশের
আরও খবর দেখুন