কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুরেই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসকদের আবেদন জানালেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মিনাক্ষী শুক্রবার বলেন, প্রান্তিক অংশের মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন। আমরা আবেদন করব তাঁদের পরিষেবার বিষয়টি যাতে চিকিৎসকরা ভেবে দেখেন। আন্দোলন জারি থাকুক। কিন্তু সেই সঙ্গে যাতে পরিষেবাটাও দেওয়া যায় তা দেখার আবেদন করব। কীভাবে দুটো সুরকে একসঙ্গে বাঁধবেন তা চিকিৎসকরা আমাদের থেকে ভালো জানেন।
বুধবার বেহালায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনজন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচদিন হয়ে গেল। পায়ে ধরে বলছি, চিকিৎসা করুন। তার জন্যে আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন, কেউ আটকায়নি। এবার কাজে নামুন। এটাই আবেদন। সিনিয়র ডাক্তারেরা পরিষেবা দিচ্ছেন আমি কৃতজ্ঞ।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দিয়ে মোদিকে ফোন ইউনুসের
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তরুণি চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদে কর্মবিরতি জারি রেখেছেন।
আরও খবর দেখুন