দক্ষিণ ২৪ পরগনা: বাজি তৈরির আড়ালে ল্যাবরেটরির (Laboratory) হদিস পেল পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার নানান ধরনের কেমিক্যাল, বারুদ সহ চকলেট বোমা তৈরির নানান সরঞ্জাম। খবর পেয়ে এলাকায় অভিযান পুলিশের। ঘটনাস্থল থেকে গ্রেফতার (Arrest) আটজন। বিশেষ সূত্রে খবর পেয়ে এই এলাকায় অভিযান চালায় ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক ও ঘুটিয়ারি শরিফ থানার পুলিশ। দিন সাতেকের মধ্যেই এই বাজি তৈরির কারখানা চালু করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ (Police)।
পিয়ালীর মোল্লাখালি পাড়ায় প্রায় এক বিঘা জমির উপর তৈরি বেআইনি বাজি কারখানা। কারখানার মধ্যেই রয়েছে বাজি তৈরির ল্যাবরেটরিও। যেখানে বাজি না বোমা বানানোর নানান পরীক্ষা নিরীক্ষা করা হত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে। ল্যাবরেটরির বিষয়ে বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, রাজভবনের পাঠানো হল ফাইল
আরও খবর দেখুন