ওয়েব ডেস্ক: লন্ডন (London) থেকে মুম্বইগামী (Mumbai) ভার্জিনিয়া অ্যাটলান্টিকের VS358 বিমানটিতে 2 এপ্রিল মাঝআকাশে হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির জেরে তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। কিন্তু বিপর্যয় সেখানেই শেষ হয়নি। অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আর উড়তে পারেনি, ফলে 250-রও বেশি যাত্রী আটকে পড়েন। প্রায় 24 ঘণ্টা কেটে গেলেও তাদের জন্য খাবার, জল কিংবা বিশ্রামের উপযুক্ত ব্যবস্থা নেই, যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
দিয়ারবাকির বিমানবন্দরটি মূলত বাণিজ্যিক বিমান পরিচালনার উপযুক্ত নয়। ফলে যাত্রীদের অভিযোগ, সেখানে ন্যূনতম সুবিধাগুলোরও অভাব রয়েছে। দীর্ঘ অপেক্ষার মধ্যে শিশু ও মহিলারা অসুস্থ হয়ে পড়ছেন, অথচ বিমান সংস্থার পক্ষ থেকে তাদের মুম্বই পৌঁছে দেওয়ার কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, তারা বিমানবন্দরের মাটিতেই বসে রয়েছেন, নেই পর্যাপ্ত খাবার কিংবা বিশ্রামের ব্যবস্থা।
আরও পড়ুন : ব্যাংককে বৈঠক করলেন মোদি ও ইউনুস
এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছে। যদিও বিকল্প বিমানের ব্যবস্থা এখনো করা সম্ভব হয়নি, তবে খুব শিগগিরই সমাধান বের করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে যাত্রীদের একের পর এক অভিযোগের মুখে পড়ে বিমান সংস্থা নতুন একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে দাবি করা হয়, আটকে থাকা যাত্রীদের জন্য তুরস্কে হোটেলের ব্যবস্থা করা হয়েছে। যদিও বাস্তবে এই দাবি কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
দেখুন আরও খবর: