কলকাতা: আসছে জয় সরকার (Joy Sarkar) ও লোপামুদ্রা মিত্রের (Lopamudra Mitra) সুরের এক্সপ্রেস। দীর্ঘদিনের পথ চলা । এবার গানের এক্সপ্রেস নিয়ে একেবারে অন্যভাবে শ্রোতা-দর্শকের সামনে আসতে চলেছে জয় সরকার এবং লোপামুদ্রা মিত্র জুটি । আগামী ২৯ নভেম্বর সন্ধ্যায় তাঁরা গানের আসরে বসাবেন। আসরের নাম রেখেছেন ‘জয়-লোপা এক্সপ্রেস’। এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার সাক্ষী হতে চলেছে শীতের শহর। বলতে গেলে, এক অন্য ধারার গানের গাড়ি ছুটবে ৷ যার নাম ‘জয়-লোপা এক্সপ্রেস’। গানের মোড়ে মোড়ে নানা স্টেশন ছুঁয়ে এগিয়ে চলবে এক্সপ্রেস।
অন্য খবর দেখুন