জলপাইগুড়ি: টানা বৃষ্টির (Rain) মধ্যে অতিরিক্ত পাথর বহন করে দুর্বল সেতুর উপর দিয়ে ছুটছে একের পর এক লরি (Lorry)। তার জেরে ক্ষতিগ্রস্ত হল জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনস্থ সেতু (Bridge)।
বানারহাটের সাঁকোয়াঝোরা-১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরডাঙ্গাপাড়া এলাকায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর একটা অংশ বসে গিয়েছে। এমনকী সেতুতে ওঠার আগে সড়কের ডান দিকের অংশ পুরোপুরি ভাবে বসে যায়। যার কারণে এখন সেতুর উপর দিয়ে ছোট গাড়ি গেলেও কংক্রিটের সিমেন্টের চাঙর খসে পড়ছে। যে কোন সময় সেতু ভেঙ্গে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষ।
আরও পড়ুন: অবাক কাণ্ড, ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে কচিকাঁচা পড়ুয়ারা!
এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে ভোরে বেআইনি ভাবে পাথর বোঝাই বড় বড় লড়ি ছুটছে এই সেতুর দিয়ে। ইতিমধ্যেই আংরাভাসা থেকে বাংকু বাজার যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ঘুর পথে সমস্ত গাড়ি যাতায়াত করছিল। এবার ক্ষতিগ্রস্ত হল সেই সেতুটিও। যার কারণে দুর্ভোগ আরও বাড়ল প্রায় ছয় থেকে সাতটি গ্রামের বাসিন্দাদের।
এই সেতু আর এক-দুদিন ভারী বৃষ্টি হলে পুরোপুরি ধসে যেতে পারে বলে দাবি এলাকাবাসীর। পুলিশ প্রশাসনের চোখের সামনে বেআইনিভাবে পাথর বোঝাই লরি ছুটলেও কোনও প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে ধূপগুড়ি থানার পুলিশ।
আরও খবর দেখুন