কলকাতা: কালীপুজোর আগে ওড়িশার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার জেরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় আবারও তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। কিছুদিনের মধ্যেই যা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তবে, জগদ্ধাত্রী পুজোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার জেরে বঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, আপাতত বঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ পেশ
তবে এখন বঙবাসীর মনে একটাই প্রশ্ন, কবে থেকে শীতের আগমন হবে?
নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চললেও বঙ্গে এখনও শীতের দেখা নেই। গতকালই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শীত এখনই আসছে না রাজ্যে, যা শুনে হতাশ হন বঙ্গবাসী। আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়, ২১ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। তবে, ১৫ নভেম্বর থেকে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তুরে হাওয়ার, যার হাত ধরেই বঙ্গে আসতে পারে শীত। তাই দিনের আবহাওয়ার খুব একটা পরিবর্তন না হলেও মাঝ নভেম্বর থেকে ভোরের এবং রাতের তাপমাত্রা হেরফের হতে পারে বলেই মনে করা হচ্ছে। যার জেরে, মাঝ নভেম্বর থেকে বঙ্গবাসী পেতে পারেন শীতের আমেজ।
দেখুন অন্য খবর: