কলকাতা: নিম্নচাপের (Low Pressure Warnin) মেঘ বাংলার আকাশে!যার জেরে জেলায় জেলায় তুমুল বৃষ্টির (Rain Forecast) সতর্কতা। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Heavy Rain Forecast) সম্ভাবনা বাড়ছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় দু-একফোটা বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের মধ্যেই। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের মধ্যেই। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলাতে। অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়ায়। কলকাতাতেও সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গেলেও এখনও ভারী বৃষ্টির ইঙ্গিত নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: কসবা কাণ্ডে পুলিশের নজরে দ্বিতীয় নিরাপত্তারক্ষী, জেরা, বাজেয়াপ্ত ফোন
সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আবার পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে কমবেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার মালদা সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
অন্য খবর দেখুন