বানারহাট: রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ। রোজ ঝুঁকি নিয়েই রোজ যাতায়াত স্কুল কলেজ পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের। মাঝে মধ্যেই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তার এই মরণ ফাঁদ দশা নজর নেই প্রশাসনের, অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ, জলপাইগুড়ি জেলার বানারহাটের এল আরপি মোড় থেকে বিডিও অফিসে যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে। পাশেই রয়েছে দুটো স্কুল, বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েত কার্যালয় দিনের পর দিন এভাবে বেহাল হয়ে পড়ে থাকলেও নজর নেই প্রশাসনের। রোজ জমা জল পেরিয়েই যাতায়াত করছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাজার হাজার পথ চলতি সাধারণ মানুষ।
আরও পড়ুন: এক লাফে অনেকটাই বাড়ল সিভিক ভলান্টিয়ারদের বোনাস
বানারহাটের এল আরপি মোড় থেকে বিডিও অফিসে যাওয়ার যে রাস্তার রয়েছে তার বেহাল দশা (Bad Condition Road)। বড় বড় গর্ত, খানাখন্দে ভরা, সেই গর্তে জমেছে জমা জল। এলাকাবাসীর অভিযোগ, বারংবার এই বেহাল রাস্তা সারাইয়ের জন্যে প্রশাসনের কাছে আবেদন ও বিক্ষোভ দেখিয়েও কাজের কাজ কিছুই হয়নি। জমা জলের মাঝে হয়েছে বড় বড় গর্ত মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যেই উল্টে যাচ্ছে টোটো। বৃষ্টি হলে ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে যায়। এই রাস্তা দিয়েই রোজ যাতায়াত করেন বিডিও থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তারপরেও কেনো নজরে আসছে না প্রশাসনের এই প্রশ্নই উঠছে। যদিও এবিষয়ে বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন টেলিফোন জানান, এই রাস্তাটি সারাইয়ের জন্যে পূর্ত দফতরের সঙ্গে কথা হয়েছে। দ্রুত এই রাস্তাটি মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্য খবর দেখুন