কলকাতা: রবিবার ভ্রাতৃদ্বিতীয়া (Bhai Phota 2024)। সোনাগাছির যৌনকর্মীদের হাতে ভাইফোঁটা নেবেন মদন মিত্র (Madan Mitra)। রবিবার বেলা ১:৩০ সোনাগাছিতে ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেবেন কামারহাটির বিধায়ক। ২০০৪ সাল থেকে সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে শুরু হয়েছিল ভাইফোঁটা। সেই অনুষ্ঠানে একাধিকবার যোগ দিয়েছিয়েন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এবারও সেই ফোঁটা নিতে তিনি যাবেন।
আরও পড়ুন: ভাইফোঁটায় ‘কাঁটা’ অগ্নিমূল্য বাজার! জানুন মাছ-মাংসর কেমন দাম
বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’ হিসেবেই পরিচিত মদন মিত্র। পাজামা-পাঞ্জাবি থেকে রঙিন জামাকাপড় এবং সানগ্লাস পরেই তাঁকে দেখা যায়। অন্যান্য রাজনীতিবিদদের থেকে তিনি একটু হলেও আলাদা। মদন মিত্র বরাবর ছক ভাঙায় বিশ্বাসী। ভাইফোঁটার সময় ফের একবার সোনাগাছিতে যাবেন তিনি। যৌনকর্মীদের হাত থেকে ফোঁটা নেবেন মদন মিত্র। পাশাপাশি বোনেদের হাতে তুলে দেবেন উপহারও।
অন্য খবর দেখুন