Placeholder canvas
Homeবিনোদনহালকা ঠাণ্ডায় 'খোলা শরীরে' উঁকি দিলেন মধুমিতার

হালকা ঠাণ্ডায় ‘খোলা শরীরে’ উঁকি দিলেন মধুমিতার

কলকাতা: মধুমিতা সরকার (Madhumita Sarcar) মানেই সোশ্যাল মিডিয়ায় বাড়তি উত্তাপ। এদিন ফের সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা। নীল জলের সঙ্গে চোখে ম্যাচিং আইলাইনার। খোলা শরীরের খানিকটা ডুবিয়ে ক্যামেরাবন্দি মিষ্টি মধুমিতা। ঠিক দেখে যেন মনে হচ্ছে নীলপরি।

পুলের জলে খোলা শরীরে মধুমিতার কিলার লুক দেখে ফ্ল্যাট নেটপাড়া। নেটদুনিয়ার এক সদস্য লিখেছেন, এ তো একেবারে জলপরী।

আরও পড়ুন: রশ্মিকার ভিডিও নিয়ে সোচ্চার নাগা, ম্রুনাল ঠাকুর 

এদিকে অন্য আরেকজন লিখেছেন, জলকে দয়া করে বাষ্পীভূত করো না। আরেক ভক্ত কমেন্ট করেছেন, কী দারুণ লাগছে।

অন্য খবর দেখুন:

Colour Bar | রশ্মিকার ভাইরাল ক্লিপ নিয়ে স্ট্রং স্টেটমেন্ট অমিতাভ বচ্চনের, দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments