চেন্নাই: নেশায় আসক্ত হয়ে পড়ছে ছাত্র সমাজ। উদ্বেগ প্রকাশ করল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। অবস্থা পর্যবেক্ষণ করে সম্প্রতি হাইকোর্ট কেন্দ্র সরকারকে(Central Government) ফিল্টার তামাকজাত পণ্য(Tobacco Products) বন্ধ করার কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে এই জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করার জন্য খাদ্য সুরক্ষা আইনের অধীনে আদেশ জারি করার আহ্বান জানিয়েছে।
আদালত তামিলনাড়ু সরকারকে ‘শিশু তামাক কেন্দ্র’ বন্ধ সহ নেশায় আসক্ত ছাত্রদের যথোপযুক্ত পরামর্শ সহ চিকিৎসার নির্দেশ দিয়েছে।
এদিন মাদ্রাজ হাইকোর্টে তামাকজাত পণ্য মামলার একটি শুনানি চলাকালীন এই নির্দেশ দেন বিচারপতি ডি ভারত চক্রবর্তী।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর উপর সন্ত্রাসী হামলা
উল্লেখ্য, প্রতিদিন আদালতে এই জাতীয় পণ্য সম্পর্কিত কমপক্ষে দশটি জামিনের মামলা আসে। কিশোরদের মধ্যে নেশার প্রতি আসক্তির বিষয়টি পর্যবেক্ষণ করে আদালত এই নির্দেশ জারি করেছে।
হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, চরম জরুরি অবস্থা দেখা দিয়েছে। তামাকজাত পণ্য বিশেষ করে কুল লিপ নামে একটা সামগ্রীর ব্যবহার শিশুদের মধ্যে বাড়ছে।
তামিলনাড়ু রাজ্যে বিশেষ করে স্কুল ও আশেপাশে প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরনের মামলায় জামিন মঞ্জুর করার বিষয়ে প্রতিদিন কমপক্ষে ১০টি মামলায় আদালতকে সিদ্ধান্ত নিতে হবে।
আগস্টে দায়ের করা একটি মামলায় শুনানি করার সময় আদালত এই নির্দেশ দেন। কুল লিপ তামাকজাত দ্রব্যের ২৭টি প্যাকেট পাওয়ার পর একজনকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠানো হয়েছিল।
এই পরিপ্রক্ষিতে রাজ্য দাবি করেছে অন্যান্য রাজ্য থেকে কুল লিপ কিনে এনে তামিলনাড়ুতে পাচার করা হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বর তাকে অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্ট। গত ৩০ অক্টোবর আদালত এ ধরনের জামিন বাতিল করে আদেশ দিয়েছিল।
বিচারপতি চক্রবর্তী বলেছিলেন যে, তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যে এই জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ হলেও, কেন্দ্রীয় সরকার খাদ্য সুরক্ষা আইনের ৮৬ ধারার অধীনে আরও পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে পারে যাতে সারা দেশের ছাত্র সমাজ এই জাতীয় পণ্যগুলি কেনার সুযোগ না পায়।
দেখুন অন্য খবর: