কলকাতা: শত পরিশ্রম বাবা-মা, শিক্ষকদের উপদেশ, শাসন সবকে সঙ্গী করে শিক্ষাজীবনের প্রথম বড় পরীক্ষা। দুরুদুরু বুকে সকালে কপালে চন্দনের ফোঁটা নিয়ে বড়দের প্রাণাম করে সোজা পরীক্ষার হলে। মাধ্যমিকের (Madhyamik Examination 2024) প্রথম দিনে পরীক্ষা শেষে হল। পরীক্ষার শেষে হল থেকে বের হতে সবার একটাই প্রশ্ন কেমন হল প্রশ্নপত্র। কতটা নম্বর উঠতে পারে? কলকাতা টিভি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলল। পরীক্ষার্থীদের বক্তব্য, বাংলা প্রশ্নপত্র ভীষণ সহজ হয়েছে। অনেকেই অভিযোগ তুলছেন, এই ধরনের প্রশ্ন করা হয়েছে কেবল মেধাবী পড়ুয়াদের কথা মাথায় রেখেই। এমসিকিউ (MCQ) বিভাগের প্রশ্ন সহজ হয়েছে। খুবই সহজ উত্তর দেওয়া গিয়েছে। ২ নম্বর বিভাগের প্রশ্নগুলি বেশির ভাগই একেবারে সরাসরি প্রশ্ন। ফলে এটি পরীক্ষার্থীদের জন্য নম্বর তোলার দারুণ জায়গা। ৩ নম্বর বিভাগের প্রশ্নপত্র খুব একটা কঠিন হয় নি। মোটামুটি নির্বিঘ্নে মিটল প্রথমদিনের পরীক্ষা।
শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024) । রাজ্যজুড়ে ২৬৭৫টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিকে অংশগ্রহণ করছে প্রায় ৯ লক্ষ ২৩ হাজার পরীক্ষার্থী। আরও প্রথমদিনের পরীক্ষা শেষে হল ফেরত সমীক্ষা বলছে, এই প্রশ্ন দেখেই আন্দাজ করা যাচ্ছে, এবারের মাধ্যমিকের বাংলা পরীক্ষায় ভালো নম্বর উঠবে ছাত্রছাত্রীদের। মেধাবী ছাত্রছাত্রীরাই নয়, যারা হয়তো মধ্যম মানের পড়াশোনা করেছে বা মেধার নিরিখে একটু পিছিয়ে রয়েছে তাদেরও এই প্রশ্নপত্রে ভালোরই নম্বর তুলতে পারবে। সব মিলিয়ে প্রথমদিনের বাংলা প্রশ্নপত্র ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের হতাশ করেনি।
আরও পড়ুন: ভুয়ো অ্যাডমিট কার্ডে পরীক্ষা দিতে এসে ধরা পড়ল এক ছাত্র
প্রথমদিনের পরীক্ষা নির্বিঘ্নে মিটলেও, প্রশ্নপত্র ফআঁস রোখা গেল না। আঁটসাঁট পদক্ষেপের পরও পরীক্ষা শুরুর পরই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নপত্রের ছবি। জানা গিয়েছে, মালদহ থেকে ছড়িয়েছিল এই ছবি। ইতিমধ্যেই এক ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে পর্ষদ। মালদহের দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে শুরু থেকে বদ্ধপরিকর পর্ষদ। প্রশ্নপত্রের প্রতি পাতায় ক্রমিক নম্বরের কোড রাখা হয়েছিল। পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তোলে, তাহলে তার প্রশ্নপত্রের ভিতরে লুকানো কোড সহজেই তাকে চিনিয়ে দেবে। এমনকী ওই পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা এ বছরের জন্য বাতিল করা হবে। কিন্তু পরীক্ষা শুরুতেই কাটল তাল ফাঁস হয়ে গেল বাংলার প্রশ্নপত্র (Question Paper Out)।
আরও অন্য খবর দেখুন